অবতক খবর,২১ জানুয়ারি: যারা করেছে তাদের জায়গা এই সমাজে নেই, বাবলা সরকার খুন নিয়ে বললেন মুখ্যমন্ত্রী। টাকা থাকলে সব হয়না।২ লক্ষ মানুষের কাছে সমস্ত পরিষেবা এই মঞ্চ থেকে পৌছে যাবে।
সপ্তাহে একদিন করে গরীব মানুষের বাড়িতে যায়। পাড়লে সাথে কিছু সাহায্য নিয়ে যান।
অনেক টাকা আমরা পায়না।কেন্দ্র আমাদের অনেক টাকা দেয়নি। তাও কাজ থমকে থাকেনি।মানিকচকে বৈদ্যুতিক সাব স্টেশন তৈরি হল। চাঁচলে সংশোধনাগার তৈরি করা হয়েছে।

মালদার আম রেশম খুব বিখ্যাত।আমি খুশি এখানে মাশরুম চাষ হচ্ছে।আগে আম আপনারা বিদেশী রফতানি করতে পারতেন না,আমরা সেই ব্যাবস্থা করে দিয়েছি।এই জেলায় আগে ৪৭ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছি, কিন্তু আরো বাড়ি তৈরির প্রয়োজন রয়েছে।১২ লক্ষ পরিবারের কাছে আমরা বাড়ি তৈরি করার জন্য ইতিমধ্যে ৬০ হাজার টাকা করে পৌছে দিয়েছি।আমি যেটা বলি সেটি করি।

এখন থেকে সারা জীবন লক্ষীর ভান্ডার পাবেন। যত দিন বাচবেন ততদিন পাবেন। আমি আপনাদের পাহাড়াদার।যাতে গুন্ডা এসে এখানে গুন্ডাগিরি না করতে পারে, প্রশাসনকে সতক থাকতে হবে কারণ মালদা বিহার ঝাড়খণ্ড সীমান্ত লাগোয়া, বাংলাদেশ সীমান্ত লাগোয়া।
আর জি করে আমরা বলেছিলাম ফাসি চাই, আমরা অপরাজিতা বিল পাশ করিয়েছি কিনতু কেন্দীয় সরকার তা পাশ করায়নি।
যাবজ্জীবন সাজা মানে কি এই অপরাধি একদিন প্যারলে বেড়িয়ে পড়বে,ভাইদের দায়িত্ব দিচ্ছে বোনেদের সমান রক্ষা করুন।