অবতক খবর , পিন্টু প্যাটেল , বর্ধমান :- মেমারীর মন্ডলগ্রামে রাইসমিলে পাঁচিল চাপা পড়ে মৃতের পরিবার ও আহতদের ক্ষতিপূরণ দিল পূর্ব বর্ধমান জেলা প্রসাশন।

মৃত বাদল দাস ও কিশোর হাজরার পরিবারকে দুই লক্ষ করে টাকা এবং আহত চারজনকে পঞ্চাশ হাজার করে টাকার চেক তুলে দেওয়া হয়।

পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তরে চেকপ্রদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক মহঃ এনাউর রহমান,  পুলিশ সুপার ভাস্কর মুখার্জি, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা প্রমুখ।

 

মৃত ব্যক্তি পরিবারের থেকে তারা জানান এরকম একটা মর্মান্তিক দুর্ঘটনা ঘটে যাবার পরেও প্রথম থেকেই পুলিশ-প্রশাসন সঙ্গে থেকে হাসপাতাল থেকে শুরু করে মর্গ থেকে শুরু করে একেবারে দাহ সংস্কার পর্যন্ত পুলিশ প্রশাসন থেকে সহযোগিতা করেছে পরিবারদের সঙ্গে থেকে , তাই প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছে মৃত পরিবারের লোকজন।

গত দু’মাস আগেও এরকম আরেকটি বড় দুর্ঘটনা ঘটেছিল বালি বোঝাই ট্রাকের সঙ্গে দুর্ঘটনা বেশ কয়েক জন মারা যান ১২ ঘণ্টার মধ্যেই তাদেরকেও প্রশাসন এভাবেই সহযোগিতা করে , এই ভাবেই চেক প্রদান করেছিলেন।

এই রকম উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছে পূর্ব বর্ধমান জেলার সাধারণ মানুষ জন। একই ভাবে ১২ ঘন্টা হতে না হতে পরিবারদের পাশে দাঁড়ালো প্রশাসন।