অবতক খবর,২৩ জুনঃ পায়ে পায়ে একশো পঁচিশ বছরে পদার্পণ করলো হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ । এখন ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি । বুধবার সাংবাদিক বৈঠক করেন কলেজ অধ্যক্ষ গৌতম চট্টোপাধ্যায় । ছিলেন অধ্যাপক তপন গোস্বামী এবং লালনচন্দ্র মন্ডল । ২৪শে জুন অর্থাৎ শুক্রবার সকালে কলেজ প্রতিষ্ঠাতা মহারানী পদ্মাসুন্দরী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা হবে । প্রাক্তন অধ্যক্ষ গোপাল মজুমদারের মূর্তি উন্মোচন করা হবে । ২৪,২৫ ও ২৬শে জুন তিনদিন ধরে চলবে হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫তম বর্ষপূর্তির অনুষ্ঠান ।

অন্যদিকে দুবরাজপুরের বিধায়ক আমন্ত্রণ না পাওয়ায়,

শিক্ষাঙ্গনে রাজনীতির ছোঁয়া,যুব সমাজ মেনে নেবে না। হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের ১২৫ তম পূর্তি অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম নেই দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি বিধায়ক অনুপ সাহার । দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ । শিক্ষা কেন্দ্রের আঙিনায়,যে সরকার “আমরা-ওরা” নীতি মেনে চলে,সেই সরকারের ক্ষোভ প্রকাশ করেন অনুষ্ঠানে আমন্ত্রণ না পেয়ে।