অবতক খবর,২১ আগস্ট: ১২০ মাইক্রোনের নীচে প্লাস্টিক ক্যারি ব্যাগ রাখা যাবে না রাখলে আইনত ব্যবস্থা গ্রহণ বললেন ডেপুটি ম্যাজিস্ট্রেট।
পৌরসভার পক্ষ থেকে আজ শহরের চৌরঙ্গী মোড় বাজার চত্বর সহ বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। যেসব দোকানদার একশ কুড়ি মাইক্রোনের নিচে প্লাস্টিক ক্যারিয়ার ব্যাগ রাখছেন তাদের ফাইন ও করা হচ্ছে কাস্টমারদেরও ফাইন করা হচ্ছে।
ডেপুটি ম্যাজিস্ট্রেট অমল কান্তি তলাপাত্র বলেন একশো কুড়ি মাইক্রোনের নিচে যেসব দোকানদার ক্যারি ব্যাগ ব্যবহার করছে তাদের ফাইন করা হচ্ছে ।ও সতর্ক করা হচ্ছে যদি ব্যবহার করা হয় তাহলে তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থাও গ্রহণ করা হবে ।
এবং তিনি বলেন কিছু কিছু দোকানদার সঠিক যে মাপ রয়েছে সেই মাপের প্লাস্টিক ক্যারিয়ার ব্যবহার করছেন।