অবতক খবর :: উত্তর দিনাজপুর ::    লকডাউনের কারণে মানুষের অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে রয়েছে। ফলে মানুষ সমস্যার মধ্যে দিন কাটাচ্ছে। সেই কারণে সাধারণ মানুষের টেক্সের ৮০% ছাড়,বিভিন্ন ব্যবসায়ীদের টেক্সের ৮০% ছাড়,বাড়ি বাড়ি বিশুদ্ধ পানীয় জল পরিষেবা চালু। শহরের বিভিন্ন এলাকায় বিশাক্ত পার্থেনিয়াম গাছ নিধন করা,শহরের উপর দিয়ে নোংড়া বোঝাই করা ট্রাক্টর গুলিকে ঢেকে নিয়ে যাওয়া সহ ১১ দফা দাবির ভিত্তিতে বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভায় ডেপুটেশন প্রদান করলো জাতীয় কংগ্রেস।

এদিন শহর ও ব্লক সভাপতি তুলসী জয়সোয়াল ও সুজিত দত্তের নেতৃতে দলীয় কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল করে এসে পুরসভার সামনে জমায়েত হয়ে বেশ কিছু সময় বিক্ষোভ সমাবেশ করার এক প্রতিনিধি দল সামাজিক দুরত্ব বজায় রেখে ডেপুটি প্রদান করে বোর্ড ওফ মেম্বার বসন্ত রায়কে ডেপুটেশন প্রদান করে। এদিন ডেপুটেশনকে কেন্দ্র করে যাতে কোন প্রকার অপ্রিতিকর ঘটনা না ঘটে সেই কারণে পুলিশ মতায়ন করা হয়।