অবতক খবর,২৫ নভেম্বরঃ ১১ ডিসেম্বর হবে প্রাথমিকের টেট। তার গাইডলাইন প্রকাশ করল প্রাথমিক শিক্ষা পর্ষদ। সেখানে জানানো হয়, টেট উত্তীর্ণ সার্টিফিকেটের ‘লাইফ টাইম’ বৈধতা থাকবে। অর্থাৎ, টেট উত্তীর্ণ সার্টিফিকেট দিয়ে ৪০ বছর বয়স পর্যন্ত চাকরিপ্রার্থীরা যতবার খুশি নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও একজন পরীক্ষার্থী একাধিকবার টেটে বসতে পারবেন। ১১ ডিসেম্বর, বেলা ১২টা থেকে পরীক্ষা শুরু হবে। ১৫০ নম্বরের পরীক্ষার জন্য সময় আড়াই ঘণ্টা। পরীক্ষা শুরুর ২ ঘণ্টা আগে রিপোর্ট করতে হবে। ঘড়ি, সোনার গয়না পরে পরীক্ষাকেন্দ্রে ঢোকা যাবে না। এদিন আসন্ন টেটের সিলেবাস ও নমুনা প্রশ্ন প্রকাশ করেছে পর্ষদ।