অবতক খবর,৫ নভেম্বর: ১০০ দিনের প্রকল্প ও আবাস যোজনার টাকা আটকে রাখাকেই লোকসভা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে প্রধান অস্ত্র করছে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস। এবিষয়ে নেতৃত্ব এখন থেকেই মাঠে নেমেছে। এদিকে বিজেপিও তৃণমূলের কাউন্টার কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে। লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা না হলেও এখন থেকেই রাজ্যের শাসক দল ও বিরোধী বিজেপির রাজনৈতিক লড়াই শুরু হয়েছে। বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
তৃণমূল কংগ্রেসের উত্তর দিনাজপুর জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়াল বলেন, কেন্দ্রের বিজেপি সরকার এরাজ্যে ১০০ দিনের প্রকল্প ও আবাস যোজনার টাকা আটকে রেখেছে। সাধারণ দরিদ্র মানুষের হকের টাকা
বিজেপি আটকে রেখেছে। এতে মানুষ ক্ষুব্ধ৷ কর্মীদের এনিয়ে জোরদার প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা সাধারণ মানুষকে বোঝাবেন কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না। এটা রাজনৈতিক লড়াই নয়। সাধারণ মানুষের লড়াই। কেন্দ্রের বিরুদ্ধে এই লড়াইয়ে সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা চাওয়া হয়েছে। বিজেপির নেতারা কোন মুখে ভোট চাইতে যাবেন। সাধারণ মানুষ যেহেতু শ্রম দেওয়ার পর টাকা পায়নি, তাই বিজেপি নেতারা ভোট চাইতে গেলে তাঁদের কাছে আগে ১০০ দিনের প্রকল্পের, আবাস যোজনার টাকা চাইবে মানুষ। বিষয়গুলি সাধারণ মানুষকে বোঝাতে ইতিমধ্যেই অঞ্চলে অঞ্চলে কর্মসূচি চলছে।
বিজেপির জেলা নেতা সুরজিৎ সেন বলেন, রাজ্য সরকার কাজের হিসেব দেয়নি বলেই কেন্দ্রীয় সরকার প্রকল্পের টাকা দিচ্ছে না। তৃণমূল পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরাও পাড়ায় পাড়ায় গিয়ে মানুষকে বোঝাব যাতে সাধারণ মানুষ তৃণমূল নেতাদের কাছে কাজের হিসেব চায়। প্রকল্পে কত টাকা কেন্দ্র দিয়েছে, তার মধ্যে কত টাকার কাজ হয়েছে এবং কত টাকা ঘাপলা করেছে তা বিষদে তুলে ধরা হবে। রাজনৈতিক মহলের আলোচনা, প্রকল্পের টাকা না আসায় উন্নয়ন থমকে গিয়েছে। বহু জবকার্ডধারী উপভোক্তা ন্যায্য টাকা পাননি। এতে উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলের একাংশ মানুষ ক্ষুব্ধ৷ প্রকল্পের টাকার দাবিতে তৃণমূল শীর্ষ নেতৃত্ব দিল্লিতে গিয়ে আন্দোলন করেছে। এবার জেলা নেতৃত্ব অঞ্চলে অঞ্চলে সে আন্দোলনকে ছড়িয়ে দিতে চাইছে । পাল্টা বিজেপি ও তাদের বার্তা ছড়িয়ে দিতে চাইছে।