অবতক খবর,৪ আগস্টঃ ১০০ দিনের কাজের টাকা না পেয়ে কেন্দ্রীয় প্রতিনিধি দলকে অভিযোগ জানাল ক্ষুদ্ধ গ্রামবাসীরা , সাধারন মানুষের সঙ্গে বচসাতে জড়ালো বাগদা পঞ্চায়েত সমিতির সভাপতি গোপা রায়।

আজ উত্তর ২৪ পরগণা জেলার রনঘাট পঞ্চায়েতের আউলডাঙ্গা গ্রামে তিন সদস্যের কেন্দ্রীয় প্রতিনিধি দল এসেছিল ১০০ দিনের কাজের খতিয়ান দেখতে। তারা ১০০ দিনের কাজের খতিয়ান পরিদর্শন করে ফেরার সময় গ্রামবাসীদের বিক্ষোভের সামনে পড়েন।

গ্রামবাসীরা কেন্দ্রীয় প্রতিনিধি দলের সামনে বিক্ষোভ করে জানান তারা দীর্ঘদিন ধরে ১০০ দিনের কাজের টাকা পাচ্ছেন না। তাদের জব কার্ডে টাকা ঢুকলেও সেই টাকা পঞ্চায়েত সদস্যরা তুলে নিয়ে গিয়ে অন্যদেরকে ভাগ বাটোয়ারা করে দিচ্ছে।

স্থানীয় সুপারভাইজারদের কাছে টাকা চাইতে গেলে বলছে টাকা দেওয়া হয়ে গেছে। ১০০ দিনের কাজ সংক্রান্ত একাধিক দুর্নীতির অভিযোগ তোলে ক্ষুদ্ধ গ্রামবাসীরা। কেন্দ্রীয় প্রতিনিধি দল তাদেরকে আশ্বস্ত করে তারা তাদের কাজের সম্পূর্ণ টাকা পাবে।