অবতক খবর,২ জানুয়ারি: ভারতীয় কমিউনিস্ট পার্টির রাজ্য কমিটির সম্পাদক মোঃ সেলিম আজ বহরমপুর পার্টি অফিসে সাংবাদিক বৈঠক করে তিনি বলেন, আজ মানুষের পোশাক দেখে ভাষা দেখে উপাসনা করার পদ্ধতি দেখে খাবার দেখে এইজো মানুষকে বিচার করা এইটা সঠিক নয় তবুও তিনি বলেন অবশ্যই যদি বাংলাদেশী হয় তার জন্য ব্যবস্থা নিতে হবে।

কিন্তু তার আগে হোম মিনিস্টারিকে বলতে হবে কি করে বাংলাদেশি ঢুকছে। সীমানায় কাটা তারের বেড়া আছে বিএসএফ আছে তা সত্ত্বেও গরু পাচার হচ্ছে, বিজেপি তৃণমূল তার ভাগ নিচ্ছে এর পাশাপাশি মানুষ পাচার হচ্ছে। সেটা তো সীমানা রেখার প্রবেশ পথেই রুখতে হবে? না গোটা দেশে চিরুনি তল্লাশি করবে বললেন মোহাম্মদ সেলিম তিনি এ বিষয়ে বলেন আমার এই কথাগুলো বলার একটাই কারণ এই ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে বিভিন্ন জেলায় যারা বসবাস করছে এখন বেশিরভাগ ক্ষেত্রে তাদেরকে বাংলাদেশী বলে চিহ্নিতকরণ করা হচ্ছে এর ফলে ভাষাগত এবং ধর্মীয় সংখ্যালঘুদের মধ্যে একটা নিরাপত্তাহীনতা জাগানো হচ্ছে।

তাহলে এর দায়িত্ব কার মামা সেলিম বলেন এর দায়িত্ব সরকারের সংবিধান অনুযায়ী কেন্দ্র রাজ্য সরকার তাদের ভাগ আছে কার কি দায়িত্ব। সেখানে এক দেশ থেকে আরেক দেশে শিক্ষার কারণে চিকিৎসা কারণে অনেককে আসতে হয়। তাদের নিরাপত্তা দেখা এর সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে কেন্দ্র সরকারের। মামা সেলিম বলেন এ বিষয়ে সংবিধানে পরিষ্কারভাবে নোট করা আছে।

এ বিষয়ে তিনি বলেন অসংখ্য ছেলেদেরকে জেলে রেখে দীর্ঘদিন পর প্রমাণ না দিতে পেরে সরকারকে ছেড়ে দিতে হয়েছে সে কারণে তিনি বলেন অবশ্যই যদি কেউ দুর্নীতিগ্রস্ত ,দুষ্কৃতী, যদি কেউ বিদেশী হয় যদি কেউ খুনি হয় যদি কেউ আতঙ্কবাদী হয় তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দায়িত্ব পুলিশের আছে। আর তা না করে পুলিশ ভাই নিয়ে একটা খবর বলে দিল আর সেই খবরকে তুলে একটা ঘন্টাখানেক চালিয়ে দিল। সেটা যাতে না হয় সে দিকটাও খেয়াল রাখতে হবে। সাংবাদিক বৈঠক থেকে বললেন মোহাম্মদ সেলিম।