অবতক খবর,১৪ সেপ্টেম্বরঃ হেদুয়াতে ভেঙে পড়লো বাড়ির একাংশ। তিন তলা বাড়ির এক কোনার অংশ ভেঙে পড়ে। দীর্ঘদিন ধরেই বিপজ্জনক নোটিশ এ ঝুলিয়েছিল বাড়িতে কলকাতা পৌরসভা। শরিকী বিবাদে সংস্কার হয়নি বহুবছর। বৃষ্টির মাঝেই সকালে ভেঙে পড়ে তিনতলা বাড়ির একাংশ।

কলকাতা পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডের ১৮৯ বাই ১ বিধান সরণিতে এই বাড়ি। বাড়িটির বিপজ্জনক অংশ ভেঙে ফেলার জন্য কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের কর্মীরা কাজ শুরু করেছে।