হুব্বায় ভরে গেছে দেশ

হুব্বা
তমাল সাহা

এক হুব্বা গেল আরেক হুব্বার কাছে
হুব্বাবাজি নিয়ে হবে কথা।

দুই হুব্বা চলে গেল অন্যদিকে
সন্দেশখালিতে হুব্বাবাজি চলতেই থাকে
মেছোভেড়ির নোনাজলে ডুবে থাকে যত হুব্বাগাথা।

দুই হুব্বা তখন কী অন্তরঙ্গ গভীর!
সন্দেশখালির হুব্বারা চোখ দিয়ে মেপে চলে নারীর শরীর।
বঙ্গপালক বলে, নিশ্চিত আমি দেখব তোর হুব্বা
নাউ ইট ইজ টাইম টু টেক অ্যাকশন লেকিন আমি চুপবা!

হুব্বা হুব্বা চারদিকে হুব্বার আবেশ।
কবি লেখক শিল্পী নেতা মন্ত্রী বিধানসভা লোকসভা অমল বিমল শ্যামল কমল
কেউ বাদ নেই, হুব্বায় ভরে গেছে দেশ।

রাষ্ট্রীয় হুব্বারা বেমালুম ভুলে গেছে রাজধর্ম প্রজাপালন।
আমি সবচেয়ে বড় বঙ্গ হুব্বা
নেই কাজ খই ভাজ, করে যাই অক্ষর খনন।

লালন লিখে গেছে জীবনের সব গান
লিখে যায়নি কীকরে কবে হবে হুব্বাদের অবসান।