অবতক খবর,১০ মার্চ: হুগলিতে এবার লড়াই লকেট চট্টোপাধ্যায়ের প্রতিদ্বন্দ্বী রচনা বন্দ্যোপাধ্যায়।লকেটের নাম আগেই ঘোষণা করেছিল বিজেপি।সেইমত কর্মিসভা প্রচার দেওয়াল লিখন শুরু করেছে বিজেপি প্রার্থী।আর আজ ব্রিগেডের মঞ্চ থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃনমূল প্রার্থীদের নাম ঘোষনা করেছেন।সেই প্রার্থী তালিকায় চমক অবশ্যই রচনা বন্দ্যোপাধ্যায়।রচনা এক সময় টলিউড সিনেমায় চুটিয়ে অভিনয় করেছেন।বর্তমানে টেলিভিশনের পরিচিত মুখ।মহিলা মহলে তার জনপ্রিয়তা ভালো।সম্প্রতি দিদি নং ১ টেলিভিশন শোয়ে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।তারপর থেকেই রচনা লোকসভা ভোটে প্রার্থী হতে পারেন বলে শোনা যাচ্ছিল।আজ তাতে শিলমোহর পড়ল।

রচনা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হতেই হুগলিতে তৃনমূল কর্মিরা নেমে পড়ল দেওয়াল লিখতে।চুনকাম করাই ছিল সেই সাদা দেওয়ালে রচনার নাম জোড়া ফুল প্রতিক এঁকে শুরু হয়ে গেলো তৃনমূলের প্রচার।হুগলি চুঁচুড়া পুরসভার ১৫ নম্বর ওয়ার্ডের তিন নম্বর গেট বিজেপি জেলা কার্যালয়ের কাছে তৃনমূল প্রার্থীর সমর্থনে দেওয়াল লেখা হয়,পান্ডুয়ার খন্যান, মগড়ার সপ্তগ্রামেও হয় দেওয়াল লেখা। গতবার তাদের দিদি রত্না দে নাগকে পরাজিত করে জয়ী হয়ে ছিলেন বিজেপির দিদি লকেট চট্টোপাধ্যায় এবার তৃণমূল কর্মীর আত্মবিশ্বাসী হুগলিতে দিদি নং ১ হবেন তৃনমূলের রচনা।