অবতক খবর,১৬ মার্চ: উত্তর ২৪ পরগনা জেলার হালিশহর থানার অন্তর্গত হাজিনগর হুকুম চাঁদ জুটমিলে তৃণমূলের নতুন কমিটির গঠিত হলো শুক্রবার। এই কমিটির চেয়ারম্যান বিধায়ক সুবোধ অধিকারী, প্রেসিডেন্ট জগদ্দলের বিধায়ক সোমনাথ শ্যাম এবং কার্যকারী অধ্যক্ষ কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী। কার্যকরী অধ্যক্ষ কমল অধিকারী এই নতুন কমিটির ঘোষণা করলেন। এই নতুন কমিটির সদস্যদের একটি তালিকা জুটমিলের এক্সিকিউটিভ অফিসার এস. কে চন্দ্রাকে দেওয়া হয়। মহাসচিব তাপস আমিন, সিআইসি জিয়াউল হক, তাপস গুপ্তা, জয়দেব পুরি সহ ইউনিয়নের অন্যান্য সদস্যরা এদিন উপস্থিত ছিলেন। নতুন কমিটিতে যারা স্থান পেয়েছেন তাদের তালিকা নিম্নে দেওয়া হলো—-
ভাইস প্রেসিডেন্ট -অমিত রায়, নিরঞ্জন খাটুয়া, বিশ্বজিৎ দাস,শাহজাদ আলী, মহেশ দাস এবং প্রভাত রায় চৌধুরী।
মহাসচিব- তাপস কুমার আমিন।
সহায়ক সচিব-বিষ্ণু চক্রবর্তী, পিন্টু রায়, যমুনা সাউ এবং মোতিলাল ভারতী।
ট্রেজারার-পার্থ সাহা এবং কানাই চক্রবর্তী।
কার্যকরী সদস্য-মোহাম্মদ ইকবাল,ইন্দ্রজিৎ হরিজন, মোঃ জুনেদ জহর আলী, কেদার সিং,উত্তর বিশ্বাস, অমিত পাল,মানিক দাস, তাপস হালদার, রঞ্জন মাহাতো, জমির আলী, শিবসঙ্কর শর্মা, মহম্মদ রাফিক, দিপঙ্কর মালো, অজয় কোহারি, সনজিৎ সাধুখা, অনাদি পাল, কাজল দে, বিরজু চৌধুরী, জিতেন্দ্র চৌধুরী এবং হায়দার আলী।