অবতক খবর,৩১ জানুয়ারি,জ্যোতির্ময় মন্ডল,পূর্ব বর্ধমান: হুকিং করে বাড়িতে বিদ্যুৎ চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মন্তেশ্বর থানার পুলিশ। ধৃত মধুসূদন ঘোষ মন্তেশ্বর ব্লকের লোহার গ্রামের বাসিন্দা। থানা সূত্রে জানা গিয়েছে, কিছুদিন আগে বাড়িতে বিদ্যুৎ চুরির খবর পেয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওই ব্যক্তির বাড়িতে হানা দেয়। দেখতে পায় পাশের বিদ্যুতের তার থেকে হুকিং করে বাড়িতে বিদ্যুৎ ব্যবহার করা হচ্ছে। ওই ব্যক্তির নামে থানায় এফআই করেন বিদ্যুৎ দপ্তরের আধিকারিক।

পুলিশ জানায় অভিযোগের ভিত্তিতে আজ সকালে অভিযুক্ত মধুসূদন ঘোষ কে গ্রেপ্তার করা হয়। যদিও অভিযুক্তের ছেলে কার্তিক ঘোষের দাবি, বাড়িতে মিটার খারাপ হয়ে গিয়েছিল বাবা পায়ের সমস্যা হওয়ায় বাবা অসুস্থ হয়ে পড়েছিল তার ফলে বিদ্যুতের লাইন ঠিক করা যায়নি। বাধ্য হয়ে হুকিং করে বিদ্যুৎ নিয়েছিলাম। ধৃত মধুসূদন ঘোষ কে আজ বর্ধমান আদালতে পাঠান মন্তেশ্বর থানার পুলিশ।