অবতক খবর,১২ অক্টোবর,মালদা:সানু ইসলাম: এবছর হিন্দু সংস্কৃতির পীঠস্থান বারাণসীর গঙ্গা আরতির ধাঁচে তৈরি হচ্ছে পুজো মন্ডপ।মন্ডপের ভিতরে প্রবেশ করলেই দর্শনার্থীদের মিলবে তীর্থক্ষেত্র বারাণনীসার এক টুকরো ছোঁয়া। দেখা মিলবে সুপ্রাচীন মন্দিরগুলির চিত্রাঙ্কন ও গঙ্গাঘাটে চলা সন্ধ্যাকালীন আরতির দৃশ্য।এবার দুর্গাপুজোয় এমনই থিম ভাবনা নিয়েছে মালদহের চাঁচলের ইয়ুথ ক্লাব কমিটি।
কমিটি সূত্রে জানা গিয়েছে,তাদের পুজো এবার ৬৯ বছরে পদার্পণ করছে।পুজোর বাজেট ১৫ লক্ষ টাকা ছাড়িয়ে যাবে।
পুজো কমিটির সদস্য, শুভময় সাটিয়ার বলেন চাঁচল সদরের মূল কেন্দ্রে আমাদের পুজো মন্ডপ।তাই এলাকাবাসী সহ প্রত্যন্ত গ্রাম থেকে প্রতিমা দর্শন করতে দর্শনার্থীদের ভিড় লক্ষ্য করা যায়।
এবছর বারাণসীর গঙ্গা আরতি দৃশ্য ফুটিয়ে তোলা হচ্ছে।মন্ডপের ডানদিকের দেওয়ালে প্লাইয়ের উপর বারাণসীর গঙ্গা ঘাটের নৌ চলাচল সহ নানা দৃশ্য চিত্রাঙ্কনের মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে। বাঁ দিকে বাঁশ ও বাটাম দিয়ে থার্মোকোল সেটে বিশেষ সাজ দেওয়া হচ্ছে।সিলিং এ টাঙানো হচ্ছে কাপড়ের অংশ।
শান্তির প্রতীক ওম এবং স্বস্তিক চিহ্নের পতাকা মন্ডপের চারিধারে গাথা হচ্ছে। পুজোর সান্ধ্যকালীন মুহুর্তে ভেসে উঠবে এক টুকরো বারাণসীর গঙ্গা আরতির দৃশ্য।