অবতক খবর,৬ জুলাই: হিঙ্গলগঞ্জ ব্লকের লেবুখালীতে বিশাল আকারের সাপ। আটল তুলতেই দেখা গেল নারায়ণ মন্ডলের আটলে তিনি হতবাক হয়ে যান চার থেকে পাঁচ ফুট লম্বা এই পদ্মগোবরে সাপ।
রীতিমতো তিনি কিন্তু আতঙ্কে এই সাপকে দেখে। ভয় পান,কারণ এর আগেও কোনদিন দেখেনি আজ সকালেই আটল তুলতে তিনি হতবাক হয়ে যান। লেবুখালি তে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, এই সাপ দেখতে এলাকার বহু মানুষ এই লেবুখালীতে ভিড় জমিয়েছে।
সঙ্গে সঙ্গে বনদপ্তরেকে খবর দেয়া হয়েছে।জঙ্গলের খাবার না পেয়ে লোকালয়ে ঢুকছে, চিন্তার ভাঁজ স্থানীয়দের হিঙ্গলগঞ্জে ডাসা নদী গৌড়েশ্বর নদী রায়মঙ্গল সহ মৎস্যজীবীরা মাছ ধরতে যায় মৎস্যজীবীদের জালে এই ধরনের সব আগে কখনো আসেনি ভয়ে আতঙ্কে মৎস্য জিবীরা।