হক জাফর ইমাম :: অবতক খবর :: ৬ই ডিসেম্বর :: বসিরহাট :: আজ শুক্রবার বসিরহাট কলেজের কয়েকশো ছাত্রী সামাজিক সুরক্ষা ও নিরাপত্তার দাবিতে এবং প্রশাসনের সঠিকভাবে কাজের জন্য বসিরহাট থানায় স্মারক লিপি দিলেন কলেজের ছাত্রীরা। এছাড়া বসিরহাট মহকুমা শাসক ও বিডিওর কাছে তাদের দাবি নিয়ে স্মারকলিপি দেন।
সামাজিক নিরাপত্তা সুরক্ষা বলবৎ করতে সঠিকভাবে প্রশাসন কাজ করুন, এই ছিল ছাত্রীদের দাবী। এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে বসিরহাটের নাগরিক সমাজ থেকে বিশিষ্ঠজনেরা। ইতিমধ্যে হায়দ্রাবাদ ধর্ষণকাণ্ডে পর নড়েচড়ে বসেছিল রাজ্য প্রশাসন।
রাজ্যের প্রশাসনিক প্রধান রাজ্য পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন যে, ডিজি, পুলিশ সুপার ও রাজ্যে বিভিন্ন পুলিশ আধিকারিকরা এমনভাবে কাজ করুন যাতে যেকোনো রকম সামাজিক ও নিরাপত্তা সুরক্ষা যাতে বিঘ্নিত না হয়। অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে সব দায়িত্বের সঙ্গে দেখতে হবে এবং সঠিকভাবে আইনি ব্যবস্থা নিতে হবে। এই নির্দেশ পাওয়ার পর থেকে দ্রুত তৎপরতার সাথে কাজ করছে পুলিশ প্রশাসন।