অবতক খবর,৭ এপ্রিলঃ আজ সকালে মুর্শিদাবাদ জেলার রাণীনগর থানা সংলগ্ন মাঠে মতিউর রহমান নামে এক ব্যক্তি নিজের জমিতে তিনি পাট বোন ছিলেন। সেই সময় নেশাগ্রস্ত অবস্থায় নাজমুল হক হাসুয়া নিয়ে মাঠে যাচ্ছিলেন, নাজমুল হক মতিউর রহমানকে মাঠে পাট বুনতে দেখে হঠাৎ তার সামনে গিয়ে হাসুয়ার কোপ মারে হাতে এই ঘটনায় মতিউর রহমানের হাতের কব্জি কেটে মাটিতে পড়ে যায় তার চিৎকার শুনে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে মতিউরকে গোধন পাড়া গ্রাম পিন হাসপাতালে নিয়ে যায়।
সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর তাকে বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় ঘটনাস্থলে পৌঁছেছে রাণীনগর থানার পুলিশ প্রশাসন পুলিশ পাঠের জমিতে পৌঁছে কাটা হাত নিয়ে থানায় আসেন। রানীনগর থানার পুলিশ তদন্ত শুরু করেছেন যে আক্রোশের ফলে না অন্য কোন কারণে মতিউরের হাত কাটলেন নাজমুল।