অবতক খবর,২৭ জুন: হালিশহর ৯ নম্বর ওয়ার্ড সরকার বাজার সংলগ্ন অঞ্চলে দুধের ডিপোর কাছে সরকারি ড্রেনের উপর একটি দোকান বেআইনিভাবে গড়ে উঠছে। সজল চ্যাটার্জী এবং তার স্ত্রী স্বপ্না চ্যাটার্জী মিলে ওই দোকান গড়ে তুলছেন। জানা গেছে, এই দোকানটি সম্পূর্ণ অবৈধভাবে গড়ে উঠছে। ওই নির্মাণ কার্যের জন্য প্রায় বন্ধ হয়ে গেছে ওই ড্রেন। ফলে ওই অঞ্চলের নিকাশি ব্যবস্থায় সমস্যা দেখা দিয়েছে। এই নিয়ে চ্যাটার্জী দম্পতির সঙ্গে কথা বলতে যান স্থানীয় অধিবাসীরা। কিন্তু তারা তাদের কোন কথাই শুনতে চাননি। উল্টে তাদের অশ্লীল ভাষায় গালিগালাজ দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরপর তারা বিষয়টি জানানো হয় স্থানীয় কাউন্সিলর, পৌর প্রশাসন এবং থানা প্রশাসনকে। অভিযোগ, কাউন্সিলর এবং পৌর প্রশাসন থেকে একবার তাদের সঙ্গে কথা বলতে যাওয়া হয়েছিল। কিন্তু সেক্ষেত্রেও ওই দম্পতি তাদের সাথে অশ্রাব্য ভাষায় কথা বলেছেন। অন্যদিকে ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কিন্তু কোনোভাবেই ওই বেআইনি নির্মাণ কার্য আটকানো যাচ্ছে না। স্থানীয়রা মনে করছেন, পৌর প্রশাসন এবং থানা প্রশাসন এক্ষেত্রে নীরব ভূমিকা পালন করছেন। এইভাবে কিভাবে একটি সরকারি ড্রেনের উপর গড়ে উঠতে বেআইনি দোকান? আর এর বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে না? এইরকম প্রশ্ন তুলেছেন স্থানীয় অধিবাসীরা।