অবতক খবর,১ মার্চ: বিরলতম মরণব্যাধি SMA TYPE-2 রোগে আক্রান্ত হালিশহরের মাত্র দু বছরের শিশু কন্যা আদ্রিকা গাঙ্গুলী। সংশ্লিষ্ট চিকিৎসার জন্য একটি মাত্র ইনজেকশন এর বাজার মূল্য ১৬ কোটি। বাবা তন্ময় গাঙ্গুলী পেশায় একজন সাধারণ ব্যবসায়ী। আদ্রিকার চিকিৎসার জন্য এত এই ব্যয়বহুল অর্থ যোগাড় করে চিকিৎসা করা কোনমতেই সম্ভব নয় গাঙ্গুলী পরিবারের।
তাই একটাই আর্জি সকল রাজ্যবাসীর কাছে আর্থিক অনুদান দিয়ে এই ছোট্ট দুবছরের বিরলতম রোগে জর্জরিত আদ্রিকা কে যাতে সুস্থ করে তুলতে পারে। কিন্তু চিকিৎসকদের মতানুসারে হাতে সময়ও বেশ অল্প, মাত্র পাঁচ থেকে ছয় মাস। কারণ চিকিৎসকদের মতে বয়স আড়াই হলেই জরুরিভাবেএই ইনজেকশনটি দিতে হবে আদ্রিকাকে।
এই ইনজেকশনটি না দেওয়া পর্যন্ত কোনমতেই শিশুটি দাঁড়িয়ে বা বসে থাকতে পারবেনা। যদিও আদ্রিকার মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান এখনো পর্যন্ত সেই ভাবে কোন রকম সাড়া মেলেনি আর্থিক অনুদানের।
আর এই চিন্তায় রাতের ঘুম কেড়েছে গাঙ্গুলী দম্পতির পরিবারের।
তাই তার দু বছরের ছোট্টো অদ্রিকার চিকিৎসার জন্য মায়ের আকুল আর্তনাদ করে জানান এই ব্যয়বহুল ইনজেকশনের খরচ কোথা থেকে জোগাড় করবেন তার কথা জানান।