অবতক খবর :: বিশ্বজুড়ে করোনার কামড় ক্রমেই বেড়েচলেছে।ইতিমধ্যেই ভারতে চলছে তৃতীয় দফার লকডাউন। করোনা মোকাবিলায় আপাতত লকডাউন-ই একমাত্র ভরসা।তবে লকডাউনের জেরে যাতে সাধারণ মানুষের খাদ্যের অসুবিধা না হয় তাই অনেকেই এগিয়ে এসেছেন।বিভিন্ন জায়গায় সাময়িক ভাবে সমস্যায় থাকা মানুষদের হাতে পৌঁছে যাচ্ছে খাদ্যসামগ্রী।
হালিশহর বীজপুর সেবা সমিতির পক্ষথেকেও গত ৩দিন ধরে চলছে খাদ্যসামগ্রী বিতরণ।প্রায় ৩৫০জন মানুষের হাতে তারা খাদ্য সামগ্রী তুলে দেন।
এই দুঃসময়ে সাধারণ মানুদের পাশে দাঁড়াতে পেরে খুশি সেবা সমিতির সদস্যরা|









