অবতক খবর,২০ অক্টোবরঃ কাঁচরাপাড়ার বিশিষ্ট সমাজসেবী সুদামা সিংকে সংবর্ধনা জ্ঞাপন করা হল হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পক্ষ থেকে। হালিশহর বলাকা শিশু মহল ক্লাবের পুজোয় প্রতিবছরই থাকে বিশেষ চমক। এই ক্লাবের অন্যতম কর্ণধার হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ। প্রতিবছরই এই ক্লাবের পক্ষ থেকে সমাজের বিশিষ্ট গুণীজনকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। এই ক্লাবের পক্ষ থেকে সংবর্ধনা পেয়ে আপ্লুত বিশিষ্ট সমাজসেবী সুদামা সিং।