অবতক খবর,১৯ সেপ্টেম্বরঃ এবার হালিশহর রামপ্রসাদ ভিটা সংলগ্ন এলাকায় হালিশহর প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বিশ্বজিৎ সাহাকে ট্রান্সফার করা হয়েছে। প্রধান শিক্ষক এর স্কুলে থাকার দাবিতে স্কুলের গেটের সামনে বিক্ষোভ ক্ষুদে পড়ুয়া ও অভিভাবকদের। অভিভাবকদের দাবি, কোনোমতেই প্রধান শিক্ষককে সরিয়ে দেওয়া যাবে না।