অবতক খবর,১৫ ডিসেম্বর: হালিশহর পৌরসভার ৫ নং ওয়ার্ড পবনতলা অঞ্চলে উদ্বোধন হলো স্বাস্থ্য কেন্দ্রের। উদ্বোধন করলেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী। এছাড়াও উপস্থিত ছিলেন হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ সহ ৫ নং ওয়ার্ডের কাউন্সিলর বাসুদেব সাহা এবং অন্যান্য কাউন্সিলররা।
এই স্বাস্থ্য কেন্দ্রে ৫ নং ওয়ার্ডের নাগরিকরা ছাড়াও প্রত্যেকেই এই স্বাস্থ্য কেন্দ্র থেকে প্রাথমিক সব রকম চিকিৎসা পাবেন। বাচ্চাদের বিভিন্ন টিকাদান থেকে শুরু করে স্বাস্থ্য ভিত্তিক প্রাথমিক সব রকম স্বাস্থ্য পরিষেবা এই স্বাস্থ্য কেন্দ্র থেকে পাওয়া যাবে বলে জানান কাউন্সিলর।