অবতক খবর,২৪ জুন: আজ হালিশহর বাসীর জন্য এক গর্বের দিন। কারণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নজরে বিশুদ্ধ পানীয় জল সরবরাহে শ্রেষ্ঠ হালিশহর পৌরসভা।
এর আগে অংশুমান রায় চেয়ারম্যান থাকা কালীন নির্মল শহরের আখ্যা পেয়েছিল হালিশহর পৌরসভা। এবার হালিশহর পৌরসভার মুকুটে জুড়ল আরো একটি পালক। চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও জল বিভাগের সিআইসি প্রণব লহ-র তত্ত্বাবধানে থাকা হালিশহর পৌরসভা আরো একটি তকমা পেল।
হালিশহরে যে একের পর এক উন্নয়নমূলক কাজ হয়ে চলেছে তা অস্বীকার করার কোন জায়গা নেই। আর আজ মুখ্যমন্ত্রীর মুখে এই তকমা পেতেই গোটা হালিশহরবাসী গর্বিত। হালিশহর পৌরসভার সোশ্যাল মিডিয়া পেজ হোক কিংবা হালিশহর নামাঙ্কিত বিভিন্ন সোশ্যাল মিডিয়ার পেজে আজ শুধুই হালিশহর পৌরসভার সুনাম চলছে।
আর এই সুনামের পাশাপাশি বাহবা পাচ্ছেন চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ ও জল বিভাগের সিআইসি প্রণব লহ । পাশাপাশি হালিশহরের মানুষ পৌরসভার সকল কর্মীদের বাহবা জানাচ্ছেন।