অবতক খবর,৮ অক্টোবর: হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে পাঁচ ঘন্টা ম্যারাথন জিজ্ঞাসা করার পর সিবিআই এর চারজনের প্রতিনিধি দল দুপুর আড়াইটে নাগাদ কিছু নথি নিয়ে তারা চলে যায়। সংবাদমাধ্যমের মুখোমুখি সিবিআই এর পক্ষ থেকে জানানো হয়। তদন্তের জন্যর তারা কিছু নথি নিয়ে যাচ্ছে তদন্তে সবরকম সহযোগিতা করেছে অংশুমান বাবু ।

রবিবার সকাল ৯ঃ৩০ টার সময় কেন্দ্রীয় বাহিনীর জোয়ান নিয়ে হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায়ের বাড়িতে সিবিআই হানা দেয়। সংবাদমাধ্যমের মাধ্যমে মুখোমুখি হয়ে হালিশহর পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান অংশুমান রায় জানান আগামী দিনে তদন্তের প্রয়োজনে তারা তাকে ডাকতে পারে তৎসহ কিছু নথি নিয়ে গেছে। আগামী দিনও সিবিআই বা ইডি চাই আসুক তদন্তে সব রকম ভাবে সহযোগিতা করবে বলে তিনি বলেন।