অবতক খবর,৩০ অক্টোবর: হালিশহর নাট্য-কর্মশালা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হতে চলেছে তাদের ১৪ তম নাট্য কর্মশালা ২০২৪। আজ এই নাট্য কর্মশালার পরিপ্রেক্ষিতে প্ল্যাকার্ড হাতে একটি রেলি বের করেন বিভিন্ন নাটকে অংশগ্রহণকারীরা। যেখানে সামিল হয়েছিলেন শিশু শ্রেণীর পড়ুয়া থেকে শুরু করে মাস্টার্স কমপ্লিট করা ছাত্রছাত্রীরা। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১১ সাল থেকে চলছে এই নাট্য কর্মশালা, এ বছর তাদের ১৪ তম বর্ষ।
এবার তারা মোট ৬৫ জন বিভিন্ন নাটকে অংশগ্রহণ করেছেন বলে জানিয়েছেন নাট্যকর্মশালা কমিটি।
২৫শে ডিসেম্বর থেকে শুরু হয়েছে এই নাট্যকর্মশালা। আগামী ৩১শে ডিসেম্বর মঞ্চস্থ হবে নাটক।