অবতক খবর,১লা মে: ভারতের কমিউনিস্ট পার্টি (মাঃ) হালিশহর এরিয়া কমিটি ও বিভিন্ন শাখা কমিটির পক্ষে ঐতিহাসিক মহান মে দিবস হালিশহরের বিভিন্ন স্থানে পালন করা হয়।
বলিদাঘাটা এরিয়া কমিটির অফিসে রক্ত পতাকা উত্তোলন করেন সম্পাদক কমরেড গুলাব চৌহান। এছাড়াও পার্টির অন্যান্য সদস্যরা শহীদ বেদীতে মাল্যদান করেন। হালিশহর পৌরসভার প্রাক্তন পৌর প্রধান ডঃ রবীন্দ্রনাথ মুখার্জী শহীদ বেদীতে মাল্যদান করে বর্তমানে সারা বিশ্বে সংকটজনক অবস্থার পরিপ্রেক্ষিতে মে দিবস পালনের তাৎপর্য ব্যাখ্যা করেন। একদিকে সাম্রাজ্যবাদী দেশ আমেরিকা, ব্রিটেন ইত্যাদি এই সংকট মোকাবিলা করতে ব্যর্থ হচ্ছে, অপরদিকে সমাজতান্ত্রিক দেশ ভিয়েতনাম,কিউবা,চিন অত্যন্ত সাফল্যের সঙ্গে এই পরিস্থিতিকে অতিক্রম করেছে।
হালিশহর বলিদাঘাটা ছাড়াও বাগমোড় বাজার,বাগমোড় সিপিআইএম-এর কার্যালয়, নবনগর,৫ নং ওয়ার্ড, প্রসাদ নগর, ৩ নং ওয়ার্ড, হাজিনগর প্রভৃতি অঞ্চলে মে দিবস উদযাপন করা হয়।
বাগমোড়ে রক্ত পতাকা উত্তোলন করেন ডঃ রবীন্দ্রনাথ মুখার্জী ও শহীদ বেদীতে মাল্যদান করেন এরিয়া কমিটির অন্যতম সদস্য কমরেড দুলাল ঘোষ সহ অন্যান্য নেতৃবৃন্দ।









