অবতক খবর,৩১ মার্চ: হালিশহর পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের খাসবাটি সমাজ কল্যাণ সমিতি ক্লাব সন্নিহিত এলাকায় ব্যারাকপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিংয়ের সমর্থনে লাগানো ব্যানার চুরি করার অভিযোগ উঠেছে। অভিযোগের তির তৃণমূলের দিকে। বিজেপির অভিযোগ, শনিবার মধ্য রাতে ছয়টি ব্যানার চুরি করা হয়েছে। ঘটনার প্রতিবাদে বিজেপির পক্ষ থেকে হালিশহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
বিজেপির দাবি, সিসিটিভি ফুটেজে ব্যানার খুলে নিয়ে যাওয়ার ছবি ধরা পড়েছে। বিজেপির অভিযোগ, রাতের অন্ধকারে চোরের মতন তৃণমূলের লোকজন এসব করছে। স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, ওরা যত ব্যানার খুলবে ও ছিঁড়বে। তার চেয়ে বেশি ব্যানার তারা ফের লাগাবেন। যদিও অভিযোগ অস্বীকার করে হালিশহর পুরসভার পুরপ্রধান শুভঙ্কর ঘোষ বলেন, মানুষ তৃণমূলের পক্ষে। তৃণমূল এই ধরনের রাজনীতিতে বিশ্বাসী নয়। তবুও প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে।