অবতক খবর,৬ ডিসেম্বর: ধর্ম যার যার ঠেকুয়া সবার এই স্লোগানকে সামনে রেখে ঠেকুয়া উৎসবে সামিল হচ্ছে হিন্দিভাষী সংগঠন। মূলত ছটপুজোর প্রসাদ এই ঠেকুয়া। অত্যন্ত সুস্বাদু করে তৈরি করা হয়। বাংলায় এর কদর দিনকে দিন বেড়েছে। উদ্যোক্তাদের মতে ছটপুজোয় ঠেকুয়া প্রসাদ হিসেবে কমবেশি সকলেই পেয়ে থাকেন।

কিন্তু তারপরেও বহু মানুষ এই ঠেকুয়া খোঁজেন। তাদের চাহিদা পূরনে এই উৎসবের আয়োজন। শীতের আবহে আগামী শনিবার হালিশহর ক্রেক পার্কে সব জাতির মানুষেরা একত্রিত হয়ে ঠেকুয়ার স্বাদ গ্রহন করতে পারবেন। সংগঠনের লক্ষ্য শুধুমাত্র হিন্দিভাষীদের স্বার্থে নয় বাংলার কৃষ্টি-সংস্কৃতির সাথে মেলবন্ধনে তারা আগামী দিনে ব্যারাকপুর জুড়ে মানুষের সেবায় কাজ করবে।