অবতক খবর,২৫ জুন: সন্ধ্যা ৭টা নাগাদ হালিশহর ৯ নম্বর ওয়ার্ডের ডোমপাড়া লেনে দেখা যায় শাসকদল অর্থাৎ তৃণমূল দলের একটি পোস্টার যাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ছিল সেটি রীতিমতো পুড়ছে। প্রথমে বিষয়টি লক্ষ্য করেন স্থানীয়রা। এরপর সে খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা। তবে কে বা কারা করল এই কাজ সে বিষয়ে কিছু জানা যায়নি।
এই খবর পেয়ে তৃণমূল নেতা দিব্যেন্দু সরকার বলেন, বিজেপির আশ্রিত দুষ্কৃতীরাই এই ঘটনার সঙ্গে যুক্ত। অর্থাৎ তিনি সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন। এর কারণ স্বরূপ তিনি বলেন, এখন এই অঞ্চলে বিজেপির করুন অবস্থা। দিকে দিকে দেখা যাচ্ছে বিজেপির অন্তর্কলহ। বিজেপি পায়ের তলা থেকে মাটি হারাচ্ছে,আর সেই কারণেই আমাদের দলকে কালিমালিপ্ত করতে এই সকল ঘটনা ঘটাচ্ছে।
অন্যদিকে দিব্যেন্দু সরকারের এই মন্তব্যের পর, হালিশহরের বিজেপি মন্ডল-১-এর সভাপতি বিশ্বনাথ ধর ঠিক উল্টো সুরে গাইতে শুরু করেন। তিনি বলেন, আগামী নির্বাচনে তৃণমূল আর ক্ষমতায় আসতে পারবে না। আর সেই কারণেই তারা বিজেপিকে বদনাম করার চেষ্টা করছে। যাতে তারা মানুষের দৃষ্টি অন্য দিকে আকর্ষণ করতে পারেন।
যেভাবে দিনের-পর-দিন বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে শাসকদলের দ্বারা, তৃণমূল নিজেদের গোষ্ঠীদ্বন্দ্ব ধামা চাপা দেওয়ার জন্যই বিজেপির বিরুদ্ধে এই সকল অভিযোগ আনছে। এই অঞ্চল সহ গোটা রাজ্যে তৃণমূল বিজেপি কর্মী বিভিন্নভাবে আক্রান্ত হচ্ছেন। এইসব বরদাস্ত করা হবে না। আমরা জবাব দেবো আগামী নির্বাচনে। এমন তীক্ষ্ণ সুরে তৃণমূলের দিকে আঙ্গুল তুলে বললেন তিনি।