অবতক খবর,২০ জুলাইঃ তৃণমূল কংগ্রেসের কাছে ২১শে জুলাই অন্যতম গুরুত্বপূর্ণ দিন। গত দুই বছর করোনা মহামারীর পরিস্থিতিতে হয়নি ২১-এর জনসমাবেশ।

তৃতীয় বারের জন্য বিপুল সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় আসার পরে এই প্রথম শহীদ দিবসের সমাবেশ হতে চলছে ধর্মতলায়। স্বাভাবিক ভাবেই তৃণমূল কংগ্রেসের মূল সংগঠনের পাশপাশি সমস্ত শাখা সংগঠনগুলোর উৎসাহ এবার চোখে পরার মতো। পিছিয়ে নেই শিক্ষক সংগঠন।

তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে ইতিমধ্যেই জেলার সব কটি মহকুমায় বিশাল সংখ্যক শিক্ষক -শিক্ষিকার উপস্থিতিতে হয়েছে প্রস্তুতি সভা। ২১-এর সমাবেশে শিক্ষক সমাজের সংঘবদ্ধ উপস্থিতির লক্ষ্যে এই প্রস্তুতি সভা থেকে নির্দেশ দেওয়া হয়। একই সাথে চক্রে চক্রে ব্যানার লাগিয়ে প্রচারের কাজের জন্যও অনুরোধ জানানো হয় শিক্ষক সংগঠনের সদস্যদের।

সেই নির্দেশের প্রতিফলন দেখা গেলো হালিশহরের বুকে। হালিশহরের বিভিন্ন প্রান্তে, গুরুত্বপূর্ণ মোড়ে, স্কুল পরিদর্শক অফিসের সামনে আজ চললো শিক্ষক সংগঠনের উদ্যোগ ২১ শে জুলাই শহীদে দিবস এর সমর্থনে ব্যানার লাগানোর কাজ।

এর আগেও হালিশহর চক্র ২১শে জুলাইয়ের সমর্থনে শিক্ষকদের নিয়ে মিছিল করেছে ২০১৯ সাল পর্যন্ত। তবে করোনা মহামারীর কারণে বিগত বছর গুলোতে তা বন্ধ ছিল। এবারে আবার ব্যানার লাগানোর মধ্যে দিয়ে তারা শুরু করলো ২১শে জুলাইয়ের প্রচার।