অবতক খবর,১৯ ডিসেম্বর: প্রাথমিকে ক্ষুদে পড়ুয়াদের শিল্প চেতনার উন্মেষ ঘটাতে অসামান্য প্রয়াস হালিশহর ১৭ নম্বর ওয়ার্ডে প্রসাদনগর প্রাথমিক বিদ্যালয়। প্রতিবছর বাৎসরিক পরীক্ষার শেষে ডিসেম্বরের দুটি দিন তারা ছাত্রছাত্রীদের হাতের কাজ, ছবি আঁকা থেকে বিজ্ঞান ভিত্তিক প্রদর্শনীর আয়োজন করেছে বিদ্যালয়ের ক্ষুদে পড়ুয়ারা তাদের শ্রেণী কক্ষে।

এই প্রদর্শনীতে বিদ্যালয়ের প্রাক্তনীরাও অংশগ্রহণ করেছে বলে দাবি করলেন স্কুলের সহশিক্ষক অর্ঘ্য সেনগুপ্ত ।এই প্রদর্শনী গত ১৮ ই ডিসেম্বর থেকে শুরু হয়ে দুইদিনব্যাপী আজ তার শেষ দিন ক্ষুদে পড়ুয়াদের প্রদর্শনী চলবে।