অবতক খবর,১৫ মে: হালকা স্বস্তির পর আবার রাজ্যে ফিরতে চলেছে তাপপ্রবাহ, রাজ্যে বাড়বে তাপের মাত্ৰা। কী বলছেন আবহাওয়া দফতর? জানবো বিস্তারিত।

কিছুদিন যাবোধ আবহাওয়ার পরিবর্তনে রাজ্যবাসী ফেলেছিল স্বস্তির নিঃশ্বাস কিছুটা বৃষ্টির জেরে মুখে ফুটে ছিল আনন্দের হাসি কিণ্তু আবার সেই হাসি সরিয়ে তাপ প্রবাহ কারতে চলেছে মানুষের মুখের হাসি। এমন টাই প্রকাশ্যে জানালেন আলিপুর আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন শনিবার থেকে “রাজ্যে বাড়তে চলেছে তাপ প্রবাহ
দক্ষিণবঙ্গে নেই স্বস্তির নিঃশ্বাস”!
বাকি অংশে বাড়বে তাপপ্রবাহ।
রাজ্যে ৭টি জেলায় বাড়তে পারে তাপ প্রবাহ । তার মধ্যে রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরের বেশ কিছু অংশ।
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আগামী শনিবার থেকে রাজ্যের বেশ কিছু অংশে
তাপের প্রভাব বাড়বে তবে শুক্রবার থেকে হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর বর্ধমান,বাঁকুড়া বীরভূম, মুর্শিদাবাদ, এবং নদীয়ায় থাকবে উত্তপ্ত । চার জেলায় ছাড়া বাকি জেলাতে তাপ প্রবাহ না থাকলেও বাড়বে গরমের অস্বস্তি।

বেশ কিছু জেলায় তাপ প্রবাহের জেরে সতর্কতা জারি করা হয়েছে
জানাগেছে মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এই ৩টি জেলায় বাড়বে তাপ প্রবাহ।
এই জেলা গুলিতে শনিবার পর্যন্ত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়া দফতর।
দক্ষিণ বঙ্গে তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই তবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে
এমনটা প্রকাশ্যে এসেছে।
বুধবার কলকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ২৮.১ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১ডিগ্রি বেশি, আরো তাপ মাত্ৰা বাড়ার সম্ভাবনা প্রকাশ করলেন আলিপুর আবহাওয়া দফতর।