অবতক খবর,২৮ আগস্টঃ পুলিশ প্রশাসন শুধুমাত্র প্রশাসকের ভূমিকার গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সমাজের পাশে দারানোর ভূমিকা পালন করে সোমবার নৈহাটি স্টেশনের এক নম্বর প্লাটফর্মে নৈহাটি জিআরপির তরফ থেকে ট্রেন যাত্রীদের হারিয়ে যাওয়া ২৫টি মোবাইল ফোন উদ্ধার করে প্রাপকদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি এক মহতি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উক্ত রক্তদান শিবিরে সিভিক ভলেন্টিয়ার দের পাশাপাশি পুলিশকর্মীরা রক্ত দান করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসআরপি IPS জন মারসি, ডিএসপি নরেন্দ্রনাথ দত্ত, ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব মল্লিক , নৈহাটি তথা সমগ্র বারাকপুর শিল্পাঞ্চলের রক্তদানের আন্দোলনের পথপ্রদর্শক ১৫৩ বারের রক্তদাতা পরেশনাথ সরকার সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ। উক্ত রক্তদান শিবিরে প্রায় ৬০ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন। সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে এসআরপি আইপিএস জন মার্সি বলেন নৈহাটি জিআরপির উদ্যোগে এই ধরনের কাজকে তিনি সমর্থন জানান। তার পাশাপাশি ইন্সপেক্টর ইনচার্জ বাসুদেব মল্লিক জানান এই রক্তদান শিবিরের মাধ্যমে সংগ্রহীত কার্ড গুলি প্রয়োজন মতোন সাধারণ মানুষদের দেওয়ার কথা জানান।