অবতক খবর,১১ জুন: বীজপুর থানা মানুষের সাথে মানুষের পাশে যে সব সময় থাকে তার প্রমাণ আরো একবার পাওয়া গেল। বিগত কয়েকদিন ধরেই বীজপুর থানার অন্তর্গত স্থানীয় অধিবাসীদের মোবাইল হারিয়ে গিয়েছিল। হারানো মোবাইলের অভিযোগ ইতিমধ্যেই জানিয়েছিলেন তারা থানায়। তদন্ত শুরু করে বীজপুর থানার পুলিশ।

আর আজ বীজপুর থানার পুলিশ সেই মোবাইল ফোনগুলি উদ্ধার করে ফোন মালিকদের হাতে তুলে দেয়। এতে অত্যন্ত খুশি মোবাইল প্রাপকেরা। এত দ্রুত তারা যে তাদের হারিয়ে যাওয়া ফোনটি ফিরে পাবে। তা কখনো ভাবেনি তাই তারা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন।

শুধু মোবাইল নয়, এক ব্যক্তির কুড়ি হাজার টাকার চেকও ফিরিয়ে দেওয়া হলো বীজপুর পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। ওই ব্যক্তি সাইবার প্রতারিত হয়েছিলেন। সেই ভদ্রলোকের কুড়ি হাজার টাকার চেক রিটার্ন করলো পুলিশ।