অবতক খবর,২১ জানুয়ারি: ২০২৪ সালের ২৫ ডিসেম্বর জগদ্দল থানায় দায়ের হওয়া একটি মামলায় ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং-কে তলব করেছিল ডিডি ডিপার্টমেন্ট। এদিন বেলায় বারোটায় তদন্তকারীদের মুখোমুখি হন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ।দীর্ঘ প্রায় দুই ঘন্টা তিরিশ মিনিট বাদে তদন্তকারীদের মুখোমুখি হয়ে বের হন অর্জুন সিং।
সেখান থেকে বেরিয়ে তিনি বলেন, মমতা সরকারের পতন নিশ্চিত।তাই বিরোধী নেতাদের ডেকে হেনস্থা করা হছে। নিজের বক্তব্যে অনড় থেকে তিনি বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর ওপর হামলা হতে পারে, যেটা বলেছি ঠিক বলেছি।
কেন্দ্রীয় সরকার তাতে সিলমোহর দিয়েছে।তাই শুভেন্দুর ওপর হামলার আশঙ্কায় ওনার সুরক্ষা বলয় বাড়ানো হয়েছে।হাফ পাতার এফআইআরে দেড় পাতার প্রশ্ন করছে পুলিশ।১৭৪ টা মামলা নিয়েও আমাকে দমানো যাবে না।