অবতক খবর,৫ জানুয়ারি: পুলিশ গোপন সূত্রে খবর, পেয়ে রঘুনাথগঞ্জ থানার অন্তর্গত জঙ্গিপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের তারিখানা গ্রাম সংলগ্ন এলাকায় একটি মোটরসাইকেল গাড়ি আটক করে আর তাতেই তল্লাশি চালিয়ে উদ্ধার ১০২ গ্রাম হিরোইন এই ঘটনায় জড়িত শফিকুল সেখ আবুহেনা নামে দুজনকে গ্রেফতার করে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।
পুলিশ জানিয়েছে তারা লালগোলা থেকে রঘুনগঞ্জ নিয়ে আসার সময় হাত বদলের আগেই তাদের আটক করা হয় আর তাতেই বেরিয়ে আসে হেরোইন ,এর সঙ্গে আর কে বা কারা যুক্ত রয়েছে তার ইতিমধ্যে তদন্ত শুরু করেছে জঙ্গিপুর পুলিশ ফাঁড়ির পুলিশ।