অবতক খবর,২৪ জুন: ভাটপাড়া পৌরসভার অন্তর্গত ৩০ নম্বর ওয়ার্ডের নতুন গ্রামে এক হাতে বোমা ফেটে আহত হয় এক দুষ্কৃতী। এরফলে ওই দুষ্কৃতীর হাতের আঙুল উড়ে যায়। জানা গেছে,মাঝরাতে কাউকে মারার উদ্দেশ্যে মোটরসাইকেল করে এলাকায় এসেছিল কয়েকজন দুষ্কৃতী। বেশ কিছুক্ষণ এলাকায় ঘোরাফেরা করছিল তারা। কিন্তু তারা যে বোমা নিয়ে এসেছিল তা হঠাৎই তাদের মধ্যে এক দুষ্কৃতীর হাতের ফেটে যায়। এরপরইপর এলাকা থেকে চম্পট দেয় তারা। পরে স্থানীয়রা রাস্তার ওপর হাতের আঙ্গুল শিরার টুকরো পড়ে থাকতে দেখেন। এছাড়াও ঘটনাস্থল থেকে কয়েকটি তাজা বোমা উদ্ধার করেছে জগদ্দল থানার পুলিশ। ওই দুষ্কৃতীরা কোথা থেকে এসেছিল,কাকে মারার উদ্দেশ্যে এসেছিল এবং আহত অবস্থায় তারা কোথায় গেল সে বিষয়ে খোঁজ নিচ্ছে পুলিশ।