অবতক খবর,২৮ ফেব্রুয়ারি: বিগত দিনে এক প্রাইভেট টিউশন থেকে দিনের পর দিন ছাত্র ছাত্রীদের সাইকেল চুরির ঘটনা ঘটে চলেছে, আজ সকাল জঙ্গিপুর পৌর সভার এক নাম্বার ওয়ার্ডে রাধা নগর মোড়ে এক ব্যাক্তি সকাল দশটায় টিউশন থেকে সাইকেল চুরি করে নিয়ে যাচ্ছিলো সেই সময় চাক্ষুষ ব্যাক্তিরা হাতেনাতে ধরে ফেলে।
চোর কে ধরে ফেলে জনতা উত্তম মাধ্যম দিতে থাকে এবং জঙ্গিপুর TOP পুলিশ কে জানালে তড়িঘড়ি করে পুলিশ চোরকে ধরে নিয়ে যায় , অপরাধের সঙ্গে কারা কারা যুক্ত রয়েছে তার পূর্ণ দন্তের দাবী জানান অভিযোগ কারীরা।