অবতক খবর,৪ ডিসেম্বর: হাতির হাত থেকে ফসল রক্ষায় ব্যর্থ মাদারিহাটের কৃষকরা।খাদ্যের লোভে আলুখেতে হানা দিচ্ছে বুনো হাতির দল।মঙ্গলবার রাতে আলিপুরদুয়ার জেলার মাদারিহাট থানার পশ্চিম মাদারিহাট এলাকায় হানা দেয় একপাল হাতি।হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলুখেত,সুপারি বাগান।
হাতির হানায় ক্ষতিগ্রস্ত হয় আলেমুল হকের বিঘা দুইয়েক এবং আনন্দ উড়াও এর বিঘাখানেক আলুখেত।ক্ষতিগ্রস্থ আনন্দ উড়াও জানান, মঙ্গলবার রাতে আনুমানিক আট দশটি হাতির একটি পাল হানা দেয় এলাকায়।হানা দিয়ে বিঘা খানেক আলু খেত ক্ষতিগ্রস্ত করে।পাশপাশি বেশ কিছু সুপারি গাছ ক্ষতিগ্রস্ত করে বলে জানান তিনি।বন দপ্তরের সঙ্গে যোগাযোগ করতে ব্যর্থ হয়েছেন তিনি বলে জানান।
প্রায় তিন চারঘন্টা তাণ্ডব চালিয়ে জঙ্গলে ফিরে যায় হাতির দল।তবে বন দপ্তরের তরফে জানানো হয়েছে, খবর পাওয়া মাত্র এলাকায় পৌঁছায় বন কর্মীরা।ক্ষতিগ্রস্ত কৃষকরা আবেদন করলে সরকারি নিয়মে ক্ষতিপূরণ পাবেন বলে বন দপ্তরের তরফে জানানো হয়েছে।