অবতক খবর,২৯ ডিসেম্বর: ভাটপাড়া পৌরসভার 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অভিমন্যু তেওয়ারি জগদ্দল থানায় অর্জুন সিং এর বিতর্কিত মন্তব্যের জন্য একটি অভিযোগ দায়ের করার পর সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের গোয়েন্দা বিভাগের তলবে আইনজীবী মারফত চিঠি দিয়ে হাজিরা দিলেন না ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং।
আগামী 02/01/2025 এর পর যে কোন দিন ডাকলে অর্জুন সিং যাবেন বলে আইনজীবীর চিঠিতে উল্লেখ রয়েছে।
এ ব্যাপারে অর্জুন সিং এলাকায় না থাকলেও তার ভাইপো সঞ্জয় সিং দাবি করেন, ছয় বছর আগের ঘটনা যখন তৃণমূলে ছিলেন তখন কোন চিঠি বা কিছুই আসতো না এখন বিজেপি করেন বলে তাকে এ ধরনের চিঠি পাঠিয়ে বিব্রত করা হচ্ছে।