অবতক খবর,৯ অক্টোবর: বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা শুরু হতে হাতে গোনা দিনদশেকের মতন আর বাকি। আর এই অন্তিম লগ্নে পূজা মণ্ডপ সহ আলোক সজ্জার কাজ চলছে জোর কদমে। সেই রকমই অন্তিম লগ্নে জোর কদমে কাজ করার দৃশ্য ধরা পরল হাজিনগরের সুভাষগর স্পোর্টিং ক্লাবের পূজোর আমাদের ক্যামেরায়।হাজিনগরের সুভাষ গড় স্পোর্টিং ক্লাবের দুর্গা পূজার মন্ডপটি এবারে ৬৯ বছরে পদার্পণ করতে চলেছে।

রূপকথার মায়াজালে সুসজ্জিত হয়ে শিশুদের মন আকৃষ্ট করে তোলার জন্য উক্ত ক্লাবের সদস্যদের দিনরাত অক্লান্ত পরিশ্রম করতে দেখা গেল। মূলত এই রূপকথার গল্পর অনুকূলে বিসেশত ফোম ,থারমোকল, আঠার কাজের পাশাপাশি অত্যাধুনিক আলোর রোশনায় সুসজ্জিত হয়ে এক কাল্পনিক রূপকথার নগরী বাস্তবে হয়ে উঠতে চলেছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।