অবতক খবর,১৪ ডিসেম্বর: বীজপুর বিধানসভার অন্তর্গত হাজিনগর হযরত চশমা শাহ বাবার ৫৪ তম উরুশ উৎসব উপলক্ষে পদযাত্রা করে চাদর চড়ালেন বীজপুরের বিধায়ক সুবোধ অধিকারী।
তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কাঁচরাপাড়া পৌরসভার চেয়ারম্যান কমল অধিকারী, হালিশহর পৌরসভার চেয়ারম্যান শুভঙ্কর ঘোষ, প্রাক্তন চেয়ারম্যান রাজু সাহানি সহ বিশিষ্ট সমাজসেবী সুদামা সিং।
এছাড়া ছিলেন গণি খান এবং অন্যান্য নেতৃবৃন্দ। উল্লেখযোগ্যভাবে সেখানে উপস্থিত ছিলেন বীজপুরের ওসি নাজিম আখতার সহ হালিশহর এবং বীজপুর থানার একাধিক আধিকারিকরা।
সেখানে উপস্থিত প্রত্যেকেই প্রত্যেকেই দোয়া করলেন বীজপুরে যেন শান্তি বজায় থাকে।