অবতক খবর,৮ মার্চ:  সরকারি টাকার অপব্যবহার সহ বেনিয়মের অভিযোগ তুলে রেজুলেশনের মাধ্যমে টিচার ইনচার্জ এর পদ থেকে সরিয়ে দেওয়ার পর অবসর গ্রহণ করেন হালিশহর পৌরসভার ১৮ নম্বর ওয়ার্ডে অবস্থিত হাজিনগর আদর্শ হিন্দি বিদ্যালয়ের শিক্ষক ওম শঙ্কর ওঝা। গত ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর তিনি অবসর গ্রহণ করেন।

কিন্তু এখনোও পর্যন্ত অবসরকালীন পেনশন, গ্ৰুপ ইন্সিউরেন্সের টাকার পাশাপাশি এককালীন পেনশন বিক্রির করার টাকা কোনোটাই না পাওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করে বর্তমানে স্কুলের দায়িত্বে থাকা টিচার ইনচার্জ দেবেন্দ্রনাথ দুবেকেই দায়ি করেছেন অপসারিত টিআইসি ওমশঙ্কর ওঝা। তার পাশাপাশি অপসারিত টি আই সি অভিযোগ করেন বর্তমান টিচার ইনচার্জ দেবেন্দ্র নাথ দুবে নো লায়াবিলিটি সার্টিফিকেট ইচ্ছে করে আটকে রেখে দিয়েছেন।

এরজন্যই তাঁর পেনশন থেকে গ্রুপ ইনসুরেন্সের সহ অন্যান্য টাকা মিলছে না। যদিও অপসারিত টিআইসির অভিযোগ সম্পূর্ন মিথ্যা দাবি বর্তমান টিচার ইনচার্জ দেবেন্দ্র নাথ দুবের। তিনি বলেন, ওনার কাছে স্কুলের মিডডে মিলের হিসাব পাওনা। ম্যানেজিং কমিটি সেই নিয়ে ওনাকে চিঠিও দিয়েছে। সর্বোপরি ডি আইয়ের চিঠি রয়েছে। উনি হিসাব দিলেই নো লায়াবিলিটি সার্টিফিকেট দিয়ে দেওয়া হবে।