অবতক খবর,১৬ ডিসেম্বর: উত্তর ২৪ পরগনা জেলার বারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হাজিনগর পুলিশ ফাঁড়িতে এসিপির কার্যালয়ে ডি সি পি নর্থ জোন আইপিএস গণেশ বিশ্বাসের উপস্থিতিতে চললো দিনভর ইন্সপেকশন। আজ বিজপুর ,হালিশহর ও জেটিয়া থানার পুলিশ আধিকারীদের সঙ্গে কাজের খতিয়ানের সম্বন্ধে বিস্তারিত আলোচনা করেন।

সন্ধ্যে গড়িয়ে গেলেও ডিসিপি নর্থ জোন হাজিনগর ফাঁড়িতেই ইন্সপেকশনের কাজকর্ম করতে দেখা যায়। ইন্সপেকশনের প্রাক্কালে ডিসিপি নর্থ জোন গণেশ বিশ্বাস কে পুস্পস্তবক দেওয়া হয়। উপস্থিত পুলিশ কর্মীদের প্যারেডে অংশগ্রহণ করতে দেখা যায় ডিসিপি নর্থ জোন গণেশ বিশ্বাস কে।