অবতক খবর,১১ সেপ্টেম্বর,লালবাগ:-হাজারদুয়ারি ক্ষুদ্র ব্যবসায়ী যৌথ মঞ্চের উদ্যোগে সাত দফার দাবির ভিত্তিতে হাজারদুয়ারির মেন গেটের সামনে অবস্থান-বিক্ষোভ ও ডেপুটেশন। ঘটনাস্থলে মুর্শিদাবাদ থানার পুলিশ এসে হাজারদুয়ারির মেনগেট থেকে ফ্লেক্স খুলে দেন এবং গেটের সামনে ভিড় সরিয়ে দেন।এই অবস্থান বিক্ষোভে উপস্থিত ছিলেন হাজারদুয়ারির , টাঙ্গা চালক, টোটো চালক, হকার এবং সোম হাজারদুয়ারির সমস্ত ব্যবসায়ীগণ প্রমূখ ।এছাড়া উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ বদরুদ্দোজা খান, মনু শেখ, অর্ণব রায়, স্বপন ভট্টাচার্য,বিশু সাহা সহ অন্যান্য ব্যক্তিবর্গগণ। এই হাজারদুয়ারির ব্যবসায়ীদের কেন্দ্র করে বিগত কয়েক মাস ধরে হাজারদুয়ারি কর্তৃপক্ষের আধিকারিকদের সঙ্গে শুরু হয়েছে বাক বিতন্ডা। মুর্শিদাবাদ হাজার দুয়ারীর কর্তৃপক্ষের প্রতিনিয়ত খামখেয়ালিপণার মাশুল গুনতে হচ্ছে স্থানীয় ব্যবসায়ী এবং আগত পর্যটকদের। হাজারদুয়ারির কর্তৃপক্ষ মোহাম্মদ বিন তুঘলকের মত বিভিন্ন ধরনের নিয়ম প্রণয়ন করছেন। মনু শেখ তিনি বলেন আগে হাজারদুয়ারি মিউজিয়াম দেখার জন্য টিকিট নেয়া হতো ,বাগানে ঢোকার কোন প্রবেশ মূল্য লাগত না। হঠাৎ করে ১লা নভেম্বর থেকে হাজারদুয়ারি সংলগ্ন মাঠে ঢোকার প্রবেশ কার্যত বন্ধ করে দেয়া হয়েছে, এখন মাঠে ঢুকতে গেলেই টিকিট কাটতে হবে ।মিউজিয়ামের জন্য আলাদা কোন টিকিট লাগবে না।
এরপর শুরু হয় হাজারদুয়ারির পশ্চিম প্রান্তে হলুদ মসজিদের সামনে থেকে ইমামবাড়া পশ্চিম কোণে যে যাতায়াতের রাস্তা আছে সেটি হাজারদুয়ারি কর্তৃপক্ষ উভয় প্রান্তে লোহার গেট বসিয়ে বন্ধ করতে যায় গত ২১শে আগস্ট ‘২০২৩’ হাজারদুয়ারির ক্ষুদ্র ব্যবসায়ী যৌথ মঞ্চের পক্ষ থেকে সেই গে ট খুলে দেয়া হয়। তাদের প্রশ্ন হাজারদুয়ারির পূর্ব দিকের জন্য কোনরকম নিয়ম মানা হচ্ছে না। অবাধে দোকানঘর ,হোটেল তৈরি হচ্ছে আর হাজারদুয়ারির পশ্চিম দিকে অস্থায়ী ছোট ব্যবসায়ীদের ব্যবসা করাকে কেন্দ্র করে বার বার সমস্যা তৈরি করছেন হাজারদুয়ারি কর্তৃপক্ষ। এইসবের বিরুদ্ধে আজকের এই অবস্থান বিক্ষোভ সমাবেশ ।