অবতক খবর,১১ মার্চ: ২০১৯ সালের মতোই ২০২৪ সালেও ব্যারাকপুর কেন্দ্র থেকে ঘাসফুলের টিকিট পেলেন না পোড়খাওয়া রাজনীতিবিদ। রবিবার সন্ধে থেকে সোমবার দুপুর পর্যন্ত দফায় দফায় দলীয় কর্মীদের সঙ্গে বৈঠক করেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বৈঠক শেষে এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন সিং বলেন, তিনি হওয়ায় রাজনীতি করেন না। সেইজন্য মানুষের আশীর্বাদ সবসময় তাঁর মাথার ওপর থাকে।
বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরে আসা নিয়ে তাঁর প্রতিক্রিয়া, তৎকালীন সিদ্ধান্ত নেওয়াটা কিছুটা ভূল হয়েছিল। তবে ফের বিজেপিতে ফিরছেন কিনা, তা নিয়ে মুখ খুলতে চাননি ব্যারাকপুরের বাহুবলী। অর্জুনের দাবি, কোনও দলের তরফেই তাঁর সঙ্গে এখনও পর্যন্ত যোগাযোগ করা হয়নি।