অবতক খবর, সংবাদদাতা :: হাওড়া পুলিশ কমিশনারেটের কর্মী ও তার স্ত্রী করোনা আক্রান্তে হওয়ার পরেই সোনারপুরের কালিকাপুর পঞ্চায়েত এলাকায় তাদের বাড়ি বাঁশের ব্যারিকেড করে ঘিরে দিল প্রশাসন। এই বাড়ি ঢোকার সমস্ত রাস্তাও সিল করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।

এলাকার বাসিন্দারা যাতে নিরাপদে ও বাড়িতে থাকেন তারজন্য নিয়মিত প্রচার করা হচ্ছে মাইকের মাধ্যমে। এছাড়া দমকলের উদ্যোগে স্যানিটাইজ করা হচ্ছে আক্রান্তের বাড়ি ও আশেপাশের এলাকা।

এলাকার বাসিন্দারা যাতে বাড়ির বাইরে বের না হন তারজন্য হোম ডেলিভারি চালু করা হয়েছে পঞ্চায়েতের উদ্যোগে। এরজন্য লিফলেট দিয়ে ফোন নাম্বার বিলি করছে প্রশাসন। এই নাম্বারে ফোন করলেই বাড়ি পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় জিনিস।










