অবতক খবর,১২ ডিসেম্বর: হাওড়ার ড্রেনেজ ক্যানেল রোডের নাম কিংবদন্তী ফুটবলার শৈলেন মান্নার নামে করা হচ্ছে। বৃহস্পতিবার বিকেলে নতুন নামফলকের উন্মোচন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই উপলক্ষে প্রশাসনিক মহলে তৎপরতা তুঙ্গে। সাজো সাজো রব।
ডুমুরজলা ইনৃডোর স্টেডিয়ামের উল্টোদিকে এই উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে শৈলেন মান্নার নামাঙ্কিত নাফলকের উন্মোচন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেখানে এসে উপস্থিত হয়েছেন মন্ত্রী অরূপ রায়, বিধায়ক গৌতম চৌধুরি, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডাঃ সুজয় চক্রবর্তী সহ প্রশাসনিক কর্তারা।
রয়েছেন পুলিশের আধিকারিকরা। অনুষ্ঠান মঞ্চে স্বনির্ভর গোষ্ঠীর তৈরি বিভিন্ন সামগ্রীর স্টলও খোলা হয়েছে। এগুলিরও উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।